Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে মির্জারচর ইউনিয়ন

 

কালের স্বাক্ষী বহনকারী মেঘনা নদীর তীরে গড়ে উঠা রায়পুরা উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো মির্জার চর ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ মির্জার চর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় সমুজ্জ্বল হয়ে ওঠেছে।

ক) নাম – মির্জার চর  ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ১০.৭০ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ৮৮২৪ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ৯ টি।

ঙ) মৌজার সংখ্যা – ২ টি।

চ) হাট/বাজার সংখ্যা -২ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা যোগে (ভাড়াঃ১৫)টাকা প্রান্ত শালা । তারপর খেয়া যোগে সায়দাবাদ (ভাড়াঃ১০)টাকা । সিএনজি / মোটর সাইকেল যোগে বাঁশগাড়ি বাজার (ভাড়াঃ৩০/৫০) টাকা । তারপর বাঁশগাড়ি থেকে পায়ে হেঁটে পূর্ব দিকে প্রায় ২ কিঃমিঃ(সময়ঃ৩০)মিনিট পর মির্জারচর ইউনিয়ন পরিষদ ।  

জ) শিক্ষার হার – ৭০%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৫টি,

    বে-সরকারী রেজিঃ কিন্ডার গার্ডেন - ০২টি,   

    উচ্চ বিদ্যালয়ঃ ১টি,

    মাদ্রাসা- ৪ টি।


ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৪ টি। 

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/১৯৯৬ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                              প্রথম সভার তারিখ – ১৬/০৪/২০২৩ ইং

                              নবগঠিত চেয়ারম্যান- মোসাঃ মাহফুজা আক্তার

      গ্রাম সমূহের নাম –

            ১.  মির্জার চর পশ্চিম পাড়া ২. মধ্যপাড়া ৩.উত্তর পাড়া 

            ৪. বিরাম পাড়া ৫. পূর্ব পাড়া ৬. ফিরুজপুর ৭.লক্ষীপুর ৮. শান্তিপুর পূর্বপাড়া ৯. শান্তিপুর   

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১০ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

৩) হিসাব সহকারী কাম- কম্পিউটার অপারেটর -১ জন

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৬ জন।